English Version
The students of Daffodil International University (DIU) are strictly advised to
abide by the following rules and regulations of the university during their study
at the University. On violation of any of these rules, a student may receive a
warning, face corrective measures and punishment, be suspended for one or several
semesters, and also be penalized or expelled from the university. Furthermore,
facilities such as scholarship, waiver, laptop, etc. may be instantly canceled.
1. It is expected that each student will maintain discipline and be well behaved
with wearing a University ID card during his/her stay in the campus. Students must
not be associated with any activities subversive either of the state or the
university.
2. A student must maintain a minimum CGPA of 2.50 (two and half) in order to
qualify for a degree. For all bachelor programs, a student may take maximum 6
years, and for all master programs, a student may take maximum 4 years to
complete his/her degree. A student must attend 70 % of classes to sit for
the final examination in each semester.
3. A student cannot publish or post on the website or in any electronic form
including any social media any information which is fake and harmful and may
deteriorate law and order, disgrace the image of the state, person or the
University or hurt religious belief. Such activity shall be treated as an
offense and shall be dealt with the prevailing law of the country
4. Any communication with any terrorist or any person/organization related to
terrorism, association with the use, production, distribution, sale, possession
or stashing of the drug shall be treated as an offense and shall be dealt with
the prevailing law of the country.
5. All fees become due and payable as the student joins academic activities.
In case of discontinuing and transfer credits to any other university for any
reason whatsoever, all dues must be cleared before requesting for the transcript
or provisional certificate. University authority retains the right to take
appropriate action to recover any unpaid fees.
6. Whenever needed, be it any academic or administrative requirement, a student
must immediately contact the respective department to complete any official
formalities through proper channel.
7. Students must abide by the decisions of the authority regarding the shifting/
transfer to any campus to attend class or other related activities at any time.
8. During admission, a student must provide his/ her NID/ Copy of Passport
along with proper and categorized information if there is any lawsuit
(civil/criminal) pending against him/her or their responsible guardian.
9. An online support center under DIU Forum (Students Voice) has been created to
solve students' needs by the authority. Students may write here his/her specific
problem/ requirement by logging in through the DIU Forum account.
10. Students at all time must abide by the rules and regulations promulgated and
adopted by the authority as and when required.
11. Students need to learn how to use email. They need to login and read
university email at least once daily. All information including scholarship,
the laptop is given in the email. If any student does not check or read the
email for 3 months without cause to be involved, his/ her email will be disabled.
The email may be reactivated with payment 500Tk. Students should not mark
university email as spam.
12. DIU is a fully ragging free campus. Students are not permitted to irritate or
participate in any type of ragging activities or intimidation of other students.
If any student found to be involved, he/ she may be suspended and subsequently
expelled.
Bangla Version
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষাকালীন সময়ে নিম্মোক্ত নীতিমালা মেনে চলার জন্য নির্দেশ দেয়া হলো। এই
নীতিমালার কোন লঙ্ঘন হলে, একজন শিক্ষার্থী সতর্কবাণী পেতে পারে, সংশোধনমূলক পদক্ষেপ অথবা শাস্তি ভোগ করতে পারে, এক বা একাধিক
সেমিস্টারের জন্য তার পড়াশোনা স্থগিত করা হতে পারে অথবা তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হতে পারে। অন্যদিকে, যেকোনো ধরনের সুবিধা
যেমন শিক্ষাবৃত্তি, ল্যাপটপ ইত্যাদি অবিলম্বে বাতিল করা হতে পারে।
১। আশা করা যায় যে প্রত্যেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখবে, ক্যাম্পাসে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড পরিধান করবে এবং
ভালো আচরণ করবে। কোনো শিক্ষার্থী রাষ্ট্রবিরোধী কোনো কাজে কিংবা বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কোনো কাজে জড়িত হতে পারবে না।
২। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের জন্য যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদেরকে ন্যূনতম সিজিপিএ ২.৫০ পেতে হবে। একজন শিক্ষার্থীকে সড়বাতক প্রোগ্রামের জন্য
সর্বোচ্চ ছয় বছর এবং সড়বাতকোত্তর প্রোগ্রামের জন্য সর্বোচ্চ চার বছর সময় পাবে। সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে অবশ্যই
প্রতি সেমিস্টারে প্রতি বিষয়ে ন্যূনতম ৭০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে।
৩। কোনও শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনও ইলেকট্রনিক মাধ্যমে এমন কোনো পোস্ট বা মতামত প্রদান করতে পারবে না যা মিথ্যা এবং
সমাজ, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য ক্ষতিকর এবং আইন-শৃঙ্খলা বিঘিড়বত করে অথবা রাষ্ট্র, ব্যক্তি বা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্ট করে
অথবা ধর্মীয় বিশ্বাসে আঘাত করে। এমন কার্যকলাপ অপরাধ হিসেবে গণ্য হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৪।কোনো সন্ত্রাসী বা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, মাদকের সঙ্গে সম্পৃক্ততা, উৎপাদন, বিতরণ, বিক্রয় অথবা
নিজের কাছে লুকিয়ে রাখা অপরাধ হিসেবে গণ্য হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫। শিক্ষার্থীর যাবতীয় শিক্ষাব্যয় পরিশোধযোগ্য। যদি কোনো শিক্ষার্থী পড়ালেখা স্থগিত করে বা অন্যকোনো বিশ্ববিদ্যালয়ে তার ক্রেডিট স্থানান্তর করে
অথবা অস্থায়ী ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেটের জন্য আবেদন করে, তাকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রদেয় শিক্ষাব্যয় পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
যেকোনো প্রদেয় ফি পুনরুদ্ধারের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।
৬। অধ্যয়ন বিষয়ে অথবা প্রসাশনিক প্রয়োজনে শিক্ষার্থীকে অবশ্যই যথাযথ নিয়ম মেনে তার নিজ বিভাগে যোগাযোগ করতে হবে।
৭। যেকোনো ক্লাসে অংশগ্রহণ বা অন্যান্য সংশিষ্ট ক্রিয়াকলাপে অংশ গ্রহণের জন্য যেকোনো ক্যাম্পাসে স্থানান্তরের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত গুলো
মেনে চলতে শিক্ষার্থী বাধ্য থাকবে।
৮। ভর্তির সময় শিক্ষার্থীকে অবশ্যই তাদের জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টেও ফটোকপিসহ অন্যান্য প্রয়োজনীয় নথি ও তথ্য প্রদান করতে হবে। শিক্ষার্থী
বা তার অভিভাবকের বিরুদ্ধে যদি কোনো মামলা (সিভিল/ফৌজদারি) থাকে, তবে সে তথ্যও জানাতে হবে।
৯। কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা সমাধানের জন্য ডিআইইউ ফোরাম (শিক্ষার্থী ভয়েস) এর অধীনে একটি অনলাইন সহায়তা কেন্দ্র তৈরি
করা হয়েছে। শিক্ষার্থী ডিআইইউ ফোরাম অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করে তার নির্দিষ্ট সমস্যা/ প্রয়োজনীয়তা লিখতে পারবে।
১০। শিক্ষার্থী যেকোনো সময় কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত এবং গৃহীত যেকোনো নিয়ম ও বিধিবিধান মেনে চলতে বাধ্য থাকবে।
১১। শিক্ষার্থীদের ই-মেইল ব্যবহার করতে হয় তা শিখতে হবে। দিনে অন্তত একবার বিশ্ববিদ্যালয়ের ই-মেইল পড়তে হবে। স্কলারশিপ, ল্যাপটপ সহ
বিশ্ববিদ্যালায়ের সমস্ত তথ্য ই-মেইলে দেওয়া হয়। যদি কোনও শিক্ষার্থী কোন কারণ ছাড়াই ৩ মাস ই-মেইল না পড়ে, ই-মেইলটি বন্ধ করা হবে।
পরবর্তীতে ৫০০ টাকা দিয়ে ই-মেইলটি আবার সক্রিয় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ই-মেইলকে অপ্রয়োজনীয় হিসাবে বিবেচনা করা যাবে না।
১২। ডিআইইউ সম্পূর্ণ র্যাগিং মুক্ত ক্যাম্পাস। শিক্ষার্থী কোন ভাবেই অন্য শিক্ষার্থীকে বিরক্তি বা হুমকি এবং র্যাগিং কার্যμমে অংশ নিতে পারবে না।
যদি কোনও শিক্ষার্থী জড়িত থাকার প্রমান পাওয়া যায়, তাকে সাময়িক বরখাস্ত করা হবে এবং পরবর্তীতে বহিষ্কার করা হতে পারে।